মর্ততান
লিখেছেন লিখেছেন আতিকুর রহমান ফরায়েজী ০৩ জুন, ২০১৪, ০৩:০৬:৫৫ দুপুর
ঝঞ্ঝার মত ছুটে আসুক মর্তপানে,
জরা যত যাক উড়ে যাক মর্মতানে।
শ্রীনগরীর স্বর্গসম করুনাভায়
কি দেখা যায় হৃদিতাঁরায়
আজ এ দিনে !
দোদুল দোলায় যাত্রী যত
মুক্তিপাবে সু্প্ত আশে
ফেনিলসম উঠবে ত্রাসে
ঝঞ্ঝাপাড়ের কর্তী শত।
এ প্রভাতে নির্ঘুম এ মন
কীরণ গানে।
৬ বৈশাখ ১৪২১
বিষয়: সাহিত্য
৯১২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যেখানে ক্ষমতা দিয়ে কিছু হয় না সেখানে ভালোবাসা দিয়ে অনেক কিছু হতে পারে। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
ওয়াও সুন্দর কথামালার কবিতা। ভালো লাগলো চমৎকার।
ভালো লাগলো অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন